২৫০০০ হাজার ভোটে হেরে গেল সিপিএম নন্দীগ্রামে। তৃণমূল জিতল। সুজাপুর ও কংগ্রেস দখলে ১২০০০ ভোটে। দিন বদলের পালা মনে হচ্ছে এগিয়ে আসছে। শুধু তৃণমূল, কংগ্রেসকে একসাথে ভোটে যেতে হবে। নেতা নেত্রীদের প্যান প্যানানি ছেড়ে জনগণের দুঃখের সাথে একাত্ম হতে হবে। আর শিল্পবিরোধি খাম খেয়ালি পনা ছাড়তে হবে।
যাইহোক এটা বোঝা গেল-নন্দীগ্রামের জনগণ সিপিএমকে উপযুক্ত শিক্ষা দিয়েছে। এখন এই চেতনা গোটা পশ্চিম বঙ্গে ছড়াবে কি না সেটাই দেখার।
Thursday, January 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment