জানুয়ারী ৯ঃ সকাল ৭টা
এই মাত্র ১৪-০ ভোটে ইউ এন কাউন্সিল গাজাতে ইস্রায়েল আগ্রাসন বন্ধের নির্দেশ দিল। আমেরিকা ভোট দিল না। কন্ডোলিজা রাইস হাত তুললেন না-পক্ষান্তরে আমেরিকা
যে ইস্রায়েলের আগ্রাসনকেই সমর্থন করে সেটা জানালেন। রিজল্যুশনের পরিষ্কার ভাবেই বলা হয়েছে হামাসের রকেটের জন্যেই যুদ্ধ শুরু হয়েছে। এটাও জানানো হয়েছে হামাসকে রকেট আক্রমন বন্ধ করতে হবে। আমেরিকা প্রকাশ্যেই জানিয়েছে হামাস যে সন্ত্রাসবাদি সেটা রিজসল্যুশনে পরিষ্কার করা হয় নি-তাই তারা ভোট দেবে না। তাই আমেরিকা প্রকাশ্যেই ইস্রায়েলের আক্রমন সমর্থন করে।
ইউ এন অবশ্য আমেরিকার ভাষ্যে রাজি হয় নি। সবাই প্রকাশ্যে ইস্রায়েলের আগ্রাসন এবং হামাসের বিরুদ্ধে এক কাট্টা । আরব দেশগুলি অবশ্য হামসের দোষ নিয়েও কিছু বলে নি। লিবিয়ান বিদেশমন্ত্রী বলেন ১১,০০০ পালেস্টাইন-যাদের মধ্যে গনতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রতিনিধিরাও আছে-তারা ইস্রায়েলের জেলে বন্দি।
Thursday, January 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment